২৯ জুন, ২০১৭ ১০:৩৫

সিরাজগঞ্জে দু'গ্রামবাসীর সংঘর্ষে প্রাণ গেল দুই ছাত্রের

সিরাজগঞ্জ প্রতিনিধি


সিরাজগঞ্জে দু'গ্রামবাসীর সংঘর্ষে প্রাণ গেল দুই ছাত্রের

তুচ্ছ ঘটনা নিয়ে সিরাজগঞ্জের কামারখন্দে পাইকশা ও বাগবাড়ী দু'দল গ্রামবাসীর সংঘর্ষে ঝরে গেল তরতাজা দুই কলেজ ছাত্রের প্রাণ। তারা হলো পাইকশা গ্রামের গ্রামের দানেজ সেখের ছেলে ও সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র ফরিদুল ইসলাম ও বাগবাড়ী গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে ও কারিগরী কলেজের ছাত্র রিপন।

স্থানীয়রা জানান, টাকার ভাগবাটোয়ারাসহ মামলা সংক্রান্ত বিষয় নিয়ে পাইকশা ও পার্শ্ববর্তী  বাগবাড়ী গ্রামের যুবলীগ কর্মীদের মধ্যে দ্বন্ধ ও মারপিটের ঘটনা ঘটে। একপর্যায়ে বিষয়টি দুই গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে। এ অবস্থায় গত তিনদিন ধরে দুই গ্রামবাসীর মধ্যে দফায় সংঘর্ষ চলছিল। বুধবার দুপুরে পুনরায় দু'দল গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বাগবাড়ী গ্রামের লোকজনের অস্ত্রের আঘাতে রবিউল ও পাইকশার গ্রামের লোকজনের অস্ত্রের আঘাতে শিপনসহ অন্তত ২০ জন আহত হয়। গুরুতর অবস্থায় প্রথমে রবিউল সিরাজগঞ্জ ও পরে ঢাকায় নেয়ার পথে বুধবার ছয়টার দিকে মারা যায়। অন্যদিকে রিপনকে বগুড়া নেয়া হলে বৃহস্পতিবার সকালে সে মারা যায়। সংঘর্ষ চলাকালে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। 

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাসুদেব সিনহা জানান, সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 


বিডি-প্রতিদিন/২৯ জুন, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর