২৯ জুন, ২০১৭ ১৪:৫৭

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত কৃষকের মৃত্যু

শেখ রুহুল আমিন, ঝিনাইদহ

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত কৃষকের মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দাহ গ্রামে সামাজিক কোন্দলের জের ধরে সংঘর্ষে আহত কৃষক মনিরুদ্দিন মারা গেছেন। ঘটনার তিনদিন পর বৃহস্পতিবার সকালে ঢাকায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে, এ ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে।  নিহত মনিরুদ্দিন ওই গ্রামের তোরাব বিশ্বাসের ছেলে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গত মঙ্গলবার সকালে জেলার শৈলকুপা উপজেলার বড়দাহ গ্রামে সামাজিক কোন্দলের জের ধরে প্রতিপক্ষ নজরুল ইসলামের লোকজন মনিরুদ্দিনকে কুপিয়ে জখম করে। তাকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে আশংকাজনক অবস্থায় ঢাকার সেফাত ক্লিনিকে ভর্তি করা হয়। 

তিনি আরও জানান, তিনদিন পর আজ বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই জিয়ারত বিশ্বাস বাদি ৩৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ এ ঘটনায় আসামি জামিরুল, পিকুল, মনিরুল, আব্দুল হান্নান ও আক্কাচ আলিকে গ্রেফতার করেছে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


বিডি-প্রতিদিন/২৯ জুন, ২০১৭/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর