২৯ জুন, ২০১৭ ১৯:১২

কিশোরগঞ্জে প্রতিপক্ষের পিটুনিতে নিহত ১

অনলাইন ডেস্ক

কিশোরগঞ্জে প্রতিপক্ষের পিটুনিতে নিহত ১

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের লোকজনের পিটুনিতে ছালেক মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের রহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ছালেক মিয়া একই উপজেলার রহিমপুর গ্রামের মৃত আব্দুল মোতালেব ওরফে ঝাড়ু মিয়ার ছেলে। তিনি স্থানীয় ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

আটক ব্যক্তিরা হলেন- স্থানীয় রহিমপুর গ্রামের মৃত রশিদের ছেলে বেলাব উদ্দিন (৪৫) এবং মৃত মঙ্গল মিয়ার দুই ছেলে ইয়াসিন (৩০) ও রাজন (২৫)।

কাদিরজঙ্গল ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মো. ফজলুর রহমান ও ৯নং ওয়ার্ড ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুল মান্নান বাংলানিউজকে জানান, মঙ্গলবার (২৭ জুন) বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে নিহত ছালেক মিয়ার ছেলেকে মারধর করে প্রতিপক্ষরা। এ নিয়ে দুপুরে ছালেক মিয়ার সঙ্গে প্রতিপক্ষ জসিম উদ্দিনের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে জসিম উদ্দিনের লোকজন ছালেক মিয়াকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, ছালেক মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

বিডি প্রতিদিন/২৯ জুন ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর