নাটোরে পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও যুবদল নেতা সাজ্জাদ হোসেন সোহাগকে শহরের চৌকিরপাড় থেকে গ্রেফতার করা হয়। এরপর তার স্বীকারোক্তির ওপর ভিত্তি করে তার বাড়ি থেকে দেশি ওয়ান শ্যুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
রবিবার দিনগত রাত তিনটার দিকে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এর আগে রাত ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মজিবুল হকের ছেলে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান জানান, পাঁচটি মামলায় সোহাগের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় রাত ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। পরে সোহাগের দেয়া তথ্যের ভিত্তিতে রাত তিনটার দিকে তার বাড়িতে তল্লাশি চালানো হয়। এসময় তার বাড়ি থেকে ওই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৭ জুলাই, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৭