Bangladesh Pratidin

প্রকাশ : ১৭ জুলাই, ২০১৭ ১৭:২৬ অনলাইন ভার্সন
খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২
মো: জহুরুল আলম, খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

খাগড়াছড়ি জেলা সদরের চার মাইল এলাকায় ট্রাক ও থ্রী হুইলারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ২জন আহত হয়েছেন। সোমবার খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পুলিশ সেনাবাহিনী ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনা স্থলে পৌঁছে নিহতের মরদেহ ও আহতদের উদ্বার করে।

নিহত গৌরিকা চাকমা(৩৮) জেলার পানছড়ি উপজেলার লতিবান এলাকার সুরেশ চাকমার স্ত্রী। আহতরা হলো, জোৎস্না চাকমা ও সুমিতা চাকমা। আহতরা দু’জন খাগড়াছড়ি হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর দীঘিনালা উপজেলার নয় মাইল এলাকা থেকে ঘাতক ট্রাক চালক আবু তাহেরকে ট্রাকসহ আটক করেছে পুলিশ।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মো: শাহ নূর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow