২০ জুলাই, ২০১৭ ১৭:০১
তিন নম্বর সর্তকতা সংকেত

নোয়াখালীর হাতিয়ায় সব ধরণের নৌ চলাচল বন্ধ

নোয়াখালী প্রতিনিধি


নোয়াখালীর হাতিয়ায় সব ধরণের নৌ চলাচল বন্ধ

ফাইল ছবি

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালীর হাতিয়া উপজেলায় সব ধরণের নৌ ঘোষণা করছে স্থানীয় প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমার দে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সমুদ্র তিন নম্বর সংকেত থাকায় মানুষের জানমাল রক্ষায় বুধবার থেকে হাতিয়ার চেয়ারম্যানঘাট-তমরদ্দি-চরচেঙ্গা ও চেয়ারম্যানঘাট-নলচিরা রুটের দুটি সরকারি সি-ট্রাক সহ সব ধরণের নৌ  চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, নোয়াখালীর মূল ভূখণ্ড থেকে দ্বীপ উপজেলায় যাতায়তের জন্য বিআইডবিস্নউটিসির চরচেঙ্গা-চেয়ারম্যানঘাট রুটে শহীদ আবদুর রব সেরনিয়াবাদ ও চেয়ারম্যানঘাট-নলচিরা রুটে শেখ ফজলুল হক মনি নামের দুটি সি-ট্রাক রয়েছে। প্রতিটি সি-ট্রাকের যাত্রী ধারণ ক্ষমতা রয়েছে ৩০০ জন করে। প্রতিদিন দুইবার ঘাট থেকে ছেড়ে যায় সি-ট্রাক দুটি। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বুধবার সকাল থেকে সি-ট্রাক দুটি বন্ধ রয়েছে। যার কারণে দুইপাড়ে আটকে পড়েছে যাত্রীরা। 

 

বিডি-প্রতিদিন/ ২০ জুলাই, ২০১৭/ ফারজানা_আব্দুল্লাহ সিফাত-১

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর