২০ জুলাই, ২০১৭ ১৭:৪৯

মহাসড়কে খানা-খন্দ, বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কে তীব্র যানজট

সিরাজগঞ্জ প্রতিনিধি:

মহাসড়কে খানা-খন্দ, বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কে তীব্র যানজট

মহাসড়কে খানা-খন্দের কারণে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাড়িয়ে আছে ঢাকা-উত্তরাঞ্চলের হাজার হাজার যানবাহন। ২০ মিনিটের পথ পাড়ি দিতে হচ্ছে ৩-৪ ঘন্টায়। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রী সাধারণ। আজ সকাল থেকেই থেমে থেমে যানজট দেখা দিলেও দুপুরের পর থেকে যানজটের তীব্রতা বেড়ে গিয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম-হাটিকুমরুল মহাসড়ক ছাড়াও হাটিকুমরুল গোলচত্বর-পাবনা, বগুড়া ও রাজশাহী সড়কগুলোতে ছড়িয়ে পড়েছে।  

ঢাকা থেকে পাবনাগামী ট্রাকচালক নবীর হোসেন জানান, বঙ্গবন্ধু সেতু পার হয়ে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত মাত্র ১৯ কিলোমিটার পৌছতে ৩ থেকে ৫ ঘন্টা করে সময় লাগছে। গাড়ীগুলো দীর্ঘলাইনে দাঁড়িয়ে আছে। মাঝে মধ্যে ধীরগতিতে চালানো যাচ্ছে।
বাস যাত্রী হোসেন আলী, মাসুদ রানা জানান, ২০ মিনিটের রাস্তা যেতে সময় লাগছে ৫ ঘন্টা। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। 

হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট আমিনুল জানান, হাটিকুমরুল গোলচত্বর এলাকায় খানা-খন্দকের কারণে যানবাহনগুলো এখানে এসে ৫ কিলোমিটারের উপর গতি তুলতে পারছে না। একই অবস্থা নলকা সেতুর উপরও। এসব কারণে যানজটের সৃষ্টি হয়েছে। 

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম মিয়া জানান, হাটিকুমরুল গোলচত্বর ও নলকা সেতুতে ব্যাপক খানা-খন্দের কারণেই গত কয়েকদিন ধরেই থেমে থেমে চলছে যানজট। আজ সকাল থেকেই যানবাহনগুলো দীর্ঘ লাইনে ধীরগতিতে চলাচল করলেও দুপুরের পর থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ যানজট নিরসনে কাজ করছে। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর