২০ জুলাই, ২০১৭ ১৮:৩০

খাগড়াছড়িতে ত্রিপুরা জনগোষ্ঠীর মানববন্ধন ও সংহতি সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে ত্রিপুরা জনগোষ্ঠীর মানববন্ধন ও সংহতি সমাবেশ

ভারতের উত্তর পূর্বের ত্রিপুরা রাজ্যকে পৃথক “ত্রিপুরা ল্যাণ্ড” ঘোষণার দাবিতে ভারতের   চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে খাগড়াছড়িতে মানববন্ধন ও সংহতি সমাবেশ করেছে ত্রিপুরা জনগোষ্ঠী।   

বৃহস্পতিবার খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ত্রিপুরাসা ব্যানারে মানববন্ধন কর্মসূচি  পালন করা হয়। মানববন্ধনে খাগড়াছড়ি জেলা সদর, মাটিরাঙা, পানছড়ি ও দীঘিনালা উপজেলায় বসবাসকারী ত্রিপুরা জনগোষ্ঠীরা অংশগ্রহণ করেন। 

ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে ভারতের ত্রিপুরা রাজ্যকে পৃথক ত্রিপুরা ল্যাণ্ড ঘোষণার দাবিতে গত ১০ জুলাই থেকে ভারতের ত্রিপুরায়  ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব তুইপ্রাল্যাণ্ড (আইপিএফটি) এনসি দেব বর্মা গোষ্ঠীর আন্দোলন চলছে। এ দাবীর প্রতি সর্মথন ও সংহতি প্রকাশ করে এখান কার ত্রিপুরা জন গোষ্ঠী । 

মানব বন্ধন চলা কালে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা জজ কোর্টের আইনজীবী শুভ্র দেব ত্রিপুরা, পানছড়ি ত্রিপুরা সমাজের প্রতিনিধি মণীন্দ্র ত্রিপুরা, খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থী নয়ন ত্রিপুরা, তনয় ত্রিপুরা ও মাটিরাঙা ডিগ্রি কলেজের শিক্ষার্থী মিঠু ত্রিপুরা।

এ সময় বক্তারা বলেন, ইতিহাসে ত্রিপুরা জাতিগোষ্ঠীর ঐতিহ্য গৌরবময়। অবিভক্ত বাংলায় ত্রিপুরা জাতি গোষ্ঠীর ১৮৪ জন রাজা শাসন করেছেন। সে জাতিগোষ্ঠী আজ বিলুপ্তির পথে। ভারত সরকার ত্রিপুরাদের ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি ধ্বংসের চেষ্টা করছে। জাতিগোষ্ঠীর অস্তিত্ব রক্ষায় পৃথক ত্রিপুরা ল্যান্ড রাজ্যের দাবি সময়োপযোগী। বাংলাদেশের ত্রিপুরারা এতে সংহতি প্রকাশ করেছে । 
 

বিডি-প্রতিদিন/ ২০ জুলাই, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৭

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর