২০ জুলাই, ২০১৭ ১৮:৫৮

ঝালকাঠিতে ৮ দফা দাবিতে মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে ৮ দফা দাবিতে মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন

বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও বৎসরিক প্রবৃদ্বি ৫% দেয়া সহ ৮ দফা দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মাদ্রসা শিক্ষকরা। আজ দুপুরে ঝালকাঠি পুরাতন স্টেডিয়ামের সামনের সড়কে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিশন ঝালকাঠি জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। 

জেলা শাখার সভাপতি শাহ মাহমুদ কবিরের সভাপতিত্বে ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আ. ছালাম খান, সংগঠনিক সম্পাদক মীর মো. এনামুল হক, রজাপুর উপজেলা সভাপতি মো. হারুন উর রশিদ, নলছিটি উপজেলা সভাপতি সভাপতি মো. মনজুরুল হক। এসময় বক্তারা সহকারী অধ্যাপক পদে পদোন্নতির ক্ষেত্রে ৫ঃ২ অনুপাতে প্রথা বাতিলসহ ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। জেলার বিভিন্ন মাদ্রাসার শতাধিক শিক্ষক মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর