২০ জুলাই, ২০১৭ ২২:১৪

কমছে যমুনার পানি, বাড়ি ফিরছে মানুষ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

কমছে যমুনার পানি, বাড়ি ফিরছে মানুষ

বগুড়ায় বন্যা কবলিত তিন উপজেলায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। লোকজন নিজ ঘরে ফিরতে শুরু করলেও দুর্ভোগ পোহাতে হচ্ছে। যমুনায় বিপদ সীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। 

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের  নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন জানান, আজ যমুনা নদীর সারিয়াকান্দি পয়েন্টে বিপদসীমার ৩৬ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়েছে। প্রতিদিনই পানি কমছে। 
এদিকে পানি কমে যাওয়ার ফলে বন্যা কবলিত বাড়ীঘরের পানি নেমে যাচ্ছে। তাই আশ্রয় কেন্দ্র ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নেয়া হাজার হাজার মানুষ নিজ নিজ ঘরে ফিরতে শুরু করেছে। কিন্তু  ঘরে পানি জমার পর বাস করার অনুপযোগি হয়ে পড়েছে। তবুও সেই বাড়িঘর পরিস্কার করে সেখানে বাস করার উপযোগি করে তোলা হচ্ছে। সারিয়াকান্দি বন্যা কবলিত হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবার এক দফা ত্রাণ সহায়তা পেয়েছেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর