২১ জুলাই, ২০১৭ ১৩:০৩

কাঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক, কমেছে যানজট

মাদারীপুর প্রতিনিধি

কাঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক, কমেছে যানজট

ফাইল ছবি

কাঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে শুক্রবার সকাল থেকে ফেরি চলাচলা স্বাভাবিক হয়েছে। ফলে মাদারীপুরের শিবচরের কাঠালবাড়ি ঘাট এলাকায় যানজট কমেছে। স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মায় তীব্র ঘূর্ণি স্রোতের সাথে বয়ে আসা পলিতে দেশের ব্যস্ততম শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটের লৌহজং টার্নিংয়ে নাব্যতা সংকট চরম আকার ধারন করে। এতে গত ১০ জুলাই থেকে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। এর কারণে লৌহজং টার্নিংয়ের ৩ কিলোমিটার ভাটি দিয়ে বিকল্প চ্যানেল দিয়ে ওয়ান ওয়ে পদ্ধতিতে ফেরি কাঠালবাড়ি ঘাটে চলাচল শুরু করে। এতে স্রোতের প্রতিকূলে চলতে গিয়ে দীর্ঘ সময় ব্যয় হতো। এ কারণে ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হয়েছিল। 

এ ব্যাপারে বিআইডব্লিউটিসি মাদারীপুরের কাঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আ. সালাম মিয়া জানান, বৈরি আবহাওয়া কেটে যাওয়া এ রুটের ফেরি চলাচলা স্বাভাবিক হয়েছে। ঘাট এলাকায় যানজট নেই। 

এছাড়া বরিশালের যাত্রী বারেক হাওলাদার বলেন, আগে ঘাটে অনেক যানজট থাকলেও এখন তা অনেকটাই কমেছে। 

বিডি-প্রতিদিন/২১ জুলাই, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর