২১ জুলাই, ২০১৭ ১৪:২০

বগুড়ায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত ৮

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত ৮

বগুড়ার শেরপুর উপজেলার ধনকুন্ডী ফুডভিলেজ এলাকায় শুক্রবার বেলা ১১টায় বাস-ট্রাকের মুখোমুখী সংঘর্ষে তিন জন নিহত ও আট জন আহত হয়েছে।

পুলিশ জানায়, ঢাকা থেকে গাইবান্ধাগামী একটি বাসের সঙ্গে ঢাকামুখী একটি ভুট্টা বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুল জলিল(৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়। এ ঘটনায় কমপক্ষে ১০জন আহত হয়। আহতদের মধ্যে নয়জনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অন্য দুই জন মারা যায়। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত জলিল গাইবান্ধার সুন্দরগঞ্জের বাসিন্দা। 

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপ-পুলিশ পরিদর্শক আশুতোষ কুমার জানান, হাসপাতালে চিকিৎসাধীন বগুড়ার চান্দাইকোনার তানিয়া ( ২৬), জয়পুর হাট জেলার শহীদুল ( ৪৭), বগুড়ার নন্দীগ্রামের মর্জিনা ( ৫৯), বগুড়ার সাইফুল ইসলাম ( ৪৫) , গাইবান্ধার খলিলুর রহমান (৬০), মানিকগঞ্জ জেলার আব্দুল খালেক (৪০) ও আনোয়ার হোসেন (৪৫) ।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আরেফিন ইফতেখার আহম্মেদ জানান, আহতদের চিকিৎসা দেয়া হয়েছে । তাদের অবস্থা মোটামুটি ভাল ।

বিডি-প্রতিদিন/২১ জুলাই, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর