২১ জুলাই, ২০১৭ ১৬:২২

বাঁচানো গেলো না রাজলক্ষ্মীকে

অনলাইন ডেস্ক

বাঁচানো গেলো না রাজলক্ষ্মীকে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাক থেকে নামানোর সময় আঘাতপ্রাপ্ত হাতি রাজলক্ষ্মীকে আর বাঁচানো যায়নি।  শুক্রবার সকালে মারা যায় রাজলক্ষ্মী। তাকে শ্রীমঙ্গলেই মাটি দেয়া হবে বলে জানিয়েছেন হাতিটির মালিক কমলগঞ্জ উপজেলার কানাইদেশী গ্রামের সিরাজুল ইসলাম। 

রাজলক্ষ্মীকে দেড় বছর আগে দৈনিক দুই হাজার টাকায় ভাড়া নিয়েছিলেন সার্কাসের মালিক কাজল মিয়া। ১৪ জুলাই বিশ্রামের জন্য হাতিটিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রাকে করে শ্রীমঙ্গল নিয়ে আসা হয়। ওইদিন রাতে হাতিটিকে ট্রাক থেকে নামানোর সময় আঘাত পায়। ট্রাক থেকে নামানোর সময় হাতির সামনের দুই পা ট্রাকে থাকা অবস্থায়ই গাড়ি টান দিলে রাজলক্ষ্মী মাটিতে পড়ে যায়। এতে মেরুদণ্ড ভেঙে যাওয়ায় রাজলক্ষ্মী আর ঠিকভাবে দাঁড়াতে পারেনি।

রাজলক্ষ্মীর মৃত্যুর ঘটনায় মৌলভীবাজার জেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটির সিদ্ধান্ত মতে ঢাকা থেকে অভিজ্ঞ টিম এনে রাজলক্ষ্মীর ময়নাতদন্ত করা হবে।

 

বিডি প্রতিদিন/২১ জুলাই, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর