২১ জুলাই, ২০১৭ ১৮:৪৭

নাটোর পৌরসভায় বৃষ্টি হলেই জলাবদ্ধতা

নাটোর প্রতিনিধি

নাটোর পৌরসভায় বৃষ্টি হলেই জলাবদ্ধতা

নাটোর পৌর শহরে একটু বৃষ্টিতেই বেশিরভাগ রাস্তায় পানি জমে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও পৌরবাসি পাচ্ছেন না প্রথম শ্রেণীর সুযোগ সুবিধা। পৌর শহরে নেই পানি নিষ্কাসনের প্রধান এবং প্রশস্ত কোন ড্রেন। তাই একটু ভারী বৃষ্টিপাতেই শহরের অলি-গলিতে পানি জমে আর পিচ গলে নষ্ট হচ্ছে রাস্তা।

বৃহস্পতিবার ভারী বর্ষণ শেষে বড়হরিশপুর এলাকা পরিদর্শনের সময় নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি কে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সঠিক সময়ে নগর পরিকল্পনা না হওয়া এবং নেতাদের নির্বাচনী অঙ্গিকারের প্রতি শ্রদ্ধাশীল না হওয়ার কারণে আজ এই দুরাবস্থা।

এদিকে পৌরবাসির ক্ষোভ তারা প্রতি বছরই পৌরসভার প্রয়োজনীয় কর পরিশোধ করেন কিন্তু তার পরেও কোন অদৃশ্য কারণে ড্রেন এবং রাস্তাঘাটের কোন উন্নতি নেই। নগরবাসি সামান্য বৃষ্টিতেই নাজেহাল হয়। নাটোর শহর পৌর অন্তর্ভুক্তির পরে এখানে তেমন কোন উন্নয়ন হয়নি।

 

বিডি-প্রতিদিন/ ২১ জুলাই, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১২

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর