২১ জুলাই, ২০১৭ ১৯:৫৪

রাজনীতি করতে হবে সাধারণ মানুষের কল্যাণে: শ্রম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

রাজনীতি করতে হবে সাধারণ মানুষের কল্যাণে: শ্রম প্রতিমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু বলেছেন, সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি করতে হবে। জাতীয় পার্টি উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতি করে। দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে জাতীয় পার্টি। এইচ এম এরশাদ ও বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের নেতৃত্বে সারাদেশে জাতীয় পার্টি সুসংগঠিত। 

শুক্রবার দুপুরে বগুড়া সার্কিট হাউসে জেলা জাপার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। 

এসময় তিনি তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান। 

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব, বগুড়া জেলা জাপার সাধারণ সম্পাদক ও বিরোধী দলীয় হুইপ নূরুল ইসলাম ওমর, জাপার কেন্দ্রীয় সদস্য ড. অ্যাড. শাজাহান আলী তালুকদার, ফারুক আহম্মেদ, জেলা জাপা নেতা লুৎফর রহমান স্বপন সরকার, জহুরুল ইসলাম মটু, সানাউল্লাহ ছানা, আজিজ আহমেদ রুবেল, এইচ এম ইকবাল প্রমুখ।

বিডি প্রতিদিন/২১ জুলাই ২০১৭/আরাফাত 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর