২২ জুলাই, ২০১৭ ১২:০০

বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনীর তিন উপজেলা প্লাবিত

অনলাইন ডেস্ক

বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনীর তিন উপজেলা প্লাবিত

সংগৃহীত ছবি

অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনী জেলার ৩টি উপজেলা প্লাবিত হয়েছে বলে জানা গেছে। এতে তলিয়ে গেছে আমন বীজতলা, বর্ষকালীন শাক সবজির ক্ষেত ও আউশ ধান। এসব এলাকার শত শত পুকুরের মাছ বন্যার পানিতে ভেসে গেছে। 

এদিকে, মুহুরী ও কহুয়া নদীর ৩টি স্থানে বাঁধ ভেঙে ফুলগাজী উপজেলা ও ছালনাইয়া উপজেলার ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকার ১০টি ইউনিয়নের বেশিরভাগ নিম্নাঞ্চল প্লাবিত রয়েছে।

বন্যার পানিতে ফুলগাজী ও পরশুরাম সড়ক তলিয়ে গেছে এবং যে কোনো সময়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পরশুরামে মুহুরী নদীর পানি বিপদ সীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিডি প্রতিদিন/২২ জুলাই ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর