২২ জুলাই, ২০১৭ ১৩:২৬

পঞ্চগড়ে বৃক্ষমেলা শুরু

পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ে বৃক্ষমেলা শুরু

'স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই দেশী ফলের গাছ লাগাই' এই প্রতিপাদ্য নিয়ে আজ থেকে ১০ দিনব্যাপী পঞ্চগড়ে বৃক্ষ রোপন অভিযান, বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষমেলা শুরু হয়েছে। 

এ উপলক্ষে আজ সকাল ১১টায় জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, পুলিশ সুপার মোঃ গিয়াস উদ্দীন আহমদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শামছুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, বন বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী, নার্সারী কর্তৃপক্ষের প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন। 

পরে সরকারী অডিটোরিয়াম চত্বরে ফিতা কেটে বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। এবারের মেলায় বিভিন্ন ফল, ফুল ও ওষুধি গাছের চারা নিয়ে প্রায় ১৫টি নার্সারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। 

 

বিডি প্রতিদিন/২২ জুলাই ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর