২২ জুলাই, ২০১৭ ১৬:১৪

সুন্দরবনে পাচারকারীদের কবল থেকে ৩টি তক্ষক উদ্ধার

শেখ আহসানুল করিম, বাগেরহাট:

সুন্দরবনে পাচারকারীদের কবল থেকে ৩টি তক্ষক উদ্ধার

পশ্চিম সুন্দরবনের হড্ডা ফরেস্ট ক্যাম্প এলাকা থেকে ৩টি তক্ষক উদ্ধার করেছে মোংলা কোস্টগার্ড। উদ্ধার হওয়া তক্ষকগুলো সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। 

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লে. এম এইচ আই সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় পশ্চিম সুন্দরবনের হড্ডা ফরেস্ট ক্যাম্প সংলগ্ন নাগনা এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড সদস্যরা। এসময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ পাচারকারী চক্রের সদস্যরা তক্ষকের বাক্স ফেলে রেখে পালিয়ে যায়া। পরে ওই এলাকা থেকে বাক্সে থাকা ৩টি তক্ষক উদ্ধার করে। 

উদ্ধারকৃত তক্ষকগুলো বন বিভাগের হড্ডা অফিসে হস্তান্তরের পর সেগুলো সুন্দরবনে ছেড়ে দেয়। একটি সংঘবদ্ধ চক্র তক্ষক পাচারের উদ্দেশ্যে নাগনা গ্রামে অবস্থান করছে এমন খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বন্যপ্রাণী চোরাচালান ও পাচার বিরোধী অভিযানে উপকূলজুড়ে সার্বক্ষণিক টহল অভিযান অব্যাহত রাখা হয়েছে বলে জানায় কোস্টগার্ড। 

বিডি প্রতিদিন/মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর