২২ জুলাই, ২০১৭ ২০:৩৯

আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কাজ শুরু

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কাজ শুরু

আওয়ামী লীগের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান জেলা আওয়ামী লীগ সদস্য সংগ্রহ ও নবায়ন কাজ শুরু করেছে। জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি সদস্য পদ নবায়নের জন্য ফরম পূরণের মাধ্যমে বান্দরবানে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করেন।

শুক্রবার সন্ধ্যা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই কার্যক্রমকে সুন্দররূপে চালিয়ে নেওয়ার দায়িত্ব পালন করছেন জেলা আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজল কান্তি দাশ,  একেএম জাহাঙ্গীর,  হ্লাথোয়াই হ্রী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সাংগঠনিক সম্পাদক ক্য সা প্রু, মোজাম্মেল হক বাহাদুর, অজিত কান্তি দাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামশুল ইসলাম প্রমূখ।

জানা গেছে, জেলার ৭ টি উপজেলা, ২ টি পৌরসভা, ৩৩ টি ইউনিয়ন এবং ২৯৭ ওয়ার্ডে একযোগে চলবে আওয়ামী  লীগের এই সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর