২২ জুলাই, ২০১৭ ২০:৪৫

রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
রাজশাহী জেলা বিএনপি ও ছাত্র দলের উদ্যোগে সদস্য সংগ্রহ কার্যক্রম চলাকালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বিকেল সোয়া ৫টার দিকে নগরীর তেরোখাদিয়া এলাকায় অবস্থিত সিটি কনভেসন সেন্টারে ছাত্রদলের দু’পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। এ নিয়ে দু' পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করতে থাকে।
 
সাবেক এমপি নাদিম মোস্তফা গ্রুপ ও নতুন কমিটির সভাপতি তোফাজ্জল হোসেন তপু গ্রুপ সমর্থিত ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন। অনুষ্ঠানের ভিতরে কয়েকটি চেয়ারও ভাঙচুর করা হয়েছে। পরে বিএনপির নেতাকর্মীরা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন। সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ ডিকোকে বক্তব্য দিতে না দেওয়ায় তার অনুসারীরা চিৎকার শুরু করে। এনিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলেও নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা।
বিএনপি ও ছাত্রদলের আয়োজনে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি  উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন। প্রধান বক্তা ছিলেন রাজশাহী অঞ্চলের সহ সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা সাইফুল ইসলাম মার্শাল। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন তপু। এর আগে গত ১৬ জুন রাজশাহী নগরীর উত্তরা কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটেছিল।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর