২২ জুলাই, ২০১৭ ২০:৫২

র‌্যাব পরিচয়ে এইচএসসি পরীক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

র‌্যাব পরিচয়ে এইচএসসি পরীক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
রাজশাহীর পবা উপজেলার অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মুক্তিযোদ্ধা মো. জহির উদ্দিনের ছেলে এইচএসসি পরীক্ষার্থী আব্দুল্লাহ আল ফারুক রাহিদকে র‌্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। তুলে নিয়ে যাওয়ার ৬দিন পরও রাহিদের সন্ধান পাওয়া যায়নি। আজ রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন রাহিদের পিতা। রাহিদ এইচএসসি পরীক্ষার্থী ও হরিপুর ইউনিয়ন ছাত্রলীগের কর্মী। কাল রবিবার তার এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার কথা রয়েছে।
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাহিদের পিতা জহির উদ্দিন জানান, গত ১৮ জুলাই সন্ধ্যা ৭টার দিকে পবার হরিপুর ভাটাপাড়া এলাকার তরিকুল ইসলাম মোবাইল ফোনে বিদ্যুত মোরামত কাজের কথা বলে তার বাড়িতে রাহিদকে ডেকে নিয়ে যায়। এরপর কিছুক্ষণের মধ্যে তরিকুলের বাসা থেকে র‌্যাব পরিচয়ে ৬-৭ জন ব্যক্তি একটি সাদা মাইক্রোবাস করে রাহিদকে তুলে নিয়ে যায়। এরপর অনেক খোঁজাখুজি করে রাহিদের সন্ধান মেলেনি। রাহিদের খোঁজে পবা থানা ও র‌্যাব অফিসে যোগাযোগ করা হলে তারা বিষয়টি জানেন না বলে জানান।
 
রাহিদের পিতার অভিযোগ, ‘আমরা ধারণা করছি র‌্যাবের সদস্যরা রাহিদকে ধরে নিয়ে গেছে। কারণ যার বাড়ি থেকে রাহিদকে ধরে নিয়ে যাওয়া হয়, সেই তরিকুল র‌্যাবের সোর্স হিসেবে এলাকায় পরিচিত।’ রাহিদের পিতা জানান, মারামারির ঘটনায় ২০১৩ সালে র‌্যাব বাদী হয়ে রাহিদ ও এলাকার আরো অনেকের বিরুদ্ধে পবা থানায় একটি মামলা করে। সেই মামলায় রাহিদ আদালতে নিয়মিত হাজিরা দিতেন এবং সে জামিনে মুক্ত আছে। রাহিদের পরিবারের ধারণা সেই মামলায় তাকে তুলে নিয়ে যাওয়া হতে পারে। তিনি আরও জানান, রাহিদ নিখোঁজের পর এ ঘটনায় পবা থানায় র‌্যাবের সোর্স তরিকুলের বিরুদ্ধে মামলা করতে গেলে মামলা গ্রহণ করেনি থানা পুলিশ। তবে অভিযোগকে সাধারণ ডায়েরি হিসেবে রেকর্ড করা হয়েছে।
 
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন, রাহিদের খালাতো ভাই শামিম ইকবাল, ছাত্রলীগের পবা উপজেলার ধর্মবিষয়ক সম্পাদক রেজওয়ানুল করিম, হরিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু সিয়ামসহ এলাকার অনেকে।

বিডি প্রতিদিন/মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর