২৩ জুলাই, ২০১৭ ১১:২৭

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, বাড়ছে যানজট

অনলাইন ডেস্ক

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, বাড়ছে যানজট

ফাইল ছবি

পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। রবিবার সকালে ১৭টি ফেরির মধ্যে ২টি রো রো, ২টি কে-টাইপ, ভিআইপি ২টি ও ৫টি ডাম্ব ফেরি চলাচল করছে দীর্ঘ সময় নিয়ে। 

এ ব্যাপারে মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের টিএস জাহিদুর রহমান জানান, বেশ কিছুদিন ধরে পদ্মা নদীতে স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় এই নৌরুটে চলাচলকারী ফেরিগুলোকে দ্বিগুণেরও বেশি সময় নিয়ে চলাচল করতে হচ্ছে। দিনের বেলায় ১৭টি ফেরির মধ্যে ১১টি ফেরি চলাচল করলেও স্রোতের তীব্রতার কারণে রাতের বেলায় তা অর্ধেকে নেমে আসে।

তিনি আরো জানান, যাত্রীবাহী বাস, অ্যাম্বুলেন্স, কুরিয়ার সার্ভিসের গাড়িসহ পচনশীল দ্রব্যের পরিবহনকে প্রাধান্য দিয়ে পার করা হচ্ছে। পাশাপাশি ফেরি চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প চ্যানেল ব্যবহার করা হচ্ছে।

এদিকে, স্রোতের কারণে সময় বেশি লাগায় ফেরিগুলোর ট্রিপের সংখ্যা কমে গেছে। এ কারণে ঘাট এলাকায় দুই শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।
 
বিডি-প্রতিদিন/২৩ জুলাই, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর