২৩ জুলাই, ২০১৭ ১৪:৫৫

ঠাকুরগাঁওয়ে চার শতাধিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে চার শতাধিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ

ঠাকুরগাঁওয়ে একই সময়ে চার শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৫ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে। রবিবার দুপুরে সদর উপজেলা শিক্ষা অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ করে এ কর্মসূচির উদ্ভোধন করা হয়। 

এসময় সদর উপজেলা শিক্ষা অফিসার লিয়াকত আলী সরকার বলেন, দেশকে সবুজ করতে শিক্ষা অফিসের নির্দেশে একই সময় সদর উপজেলার ৪০৫টি প্রাথমিক বিদ্যালয় চত্বরে প্রায় ৫ হাজার বিভিন্ন বনজ ও ফলদ গাছের চারা রোপন করা হয়েছে। যা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। গাছগুলো রোপন করা হয়েছে নিজস্ব অর্থায়নে। 

অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী প্রকৌশলী নুরুজ্জামান সরদার, শিক্ষক সমিতির সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা সহকারি শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, মমতাজ ফেরদৌস, নিত্যা নন্দ দাস, আখলাফুর রহমান রবীন্দ্র নাথ রায় প্রমুখ। 


বিডি প্রতিদিন/২৩ জুলাই ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর