২৩ জুলাই, ২০১৭ ১৮:৫০

ফেনীতে বন্যার পানির উন্নতি, লন্ডভন্ড গ্রামীণ সড়ক

ফেনী প্রতিনিধি

ফেনীতে বন্যার পানির উন্নতি, লন্ডভন্ড গ্রামীণ সড়ক

ফেনীর বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। ডুবে যাওয়া ঘর বাড়ি থেকে পানি নামতে শুরু করছে। পানির চাপে ভেঙে গেছে বেশ কিছু গ্রামীণ সড়ক। নষ্ট হয়েছে রোপা আমন ও বীজতলা। ক্ষতিগ্রস্ত হয়েছে মৎসচাষীরা। 

ফুলগাজী ও পরশুরাম উপজেলা ক্ষয়-ক্ষতির প্রাথমিক তথ্য অনুযায়ী টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলে ভেসে গেছে সহস্রাধিক পুকুর ও মাছের ঘের। শুধু ফুলগাজিতে ভেসে গেছে ৮ শতাধিক মৎস চাষের পুকুর। এতে প্রায় ৬ কোটি টাকা ক্ষতি হয়েছে। 

দুই উপজেলায় প্রায় দুই শতাধিক হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। অর্ধ-শতাধিক মুরগির খামার বন্যার পানিতে ভেসে গেছে। প্রশাসনের পক্ষ থেকে দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। নদীর পানি কমে গেলে ভাঙনকৃত অংশগুলো মেরামত করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

গত বৃহস্পতিবার রাতে টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার ১১টি স্থানে ভাঙন ধরে অন্তত ২৫ গ্রাম প্লাবিত হয়। ক্ষতিগ্রস্ত হয় কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি। তলিয়ে যায় ফুলগাজী বাজার। ডুবে যায় ফেনী-পরশুরাম সড়ক।

বিডি প্রতিদিন/২৩ জুলাই ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর