শিরোনাম
২৩ জুলাই, ২০১৭ ১৯:৪০

জয়পুরহাটে শিশু অপহরণের দায়ে ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে শিশু অপহরণের দায়ে ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতীকী ছবি

জয়পুরহাটের আক্কেলপুর শিশু সাদ্দাম হোসেন অপহরণ মামলার রায়ে ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। 

রবিবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ  ড. আব্দুল মজিদের আদালত এ রায় প্রদান করেন।

পিপি নৃপেন্দ্রনাথ মন্ডল জানান, ২০০১ সালের ১১ নভেম্বর রাতে  ৯ বছরের শিশু সাদ্দামকে নিজ বাড়ী থেকে সিঁদ কেটে অপহরণ করে আসামিরা। পরে তার বাবার কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। 

অপহরনের ২ দিন পর ২৪ নভেম্বর বগুড়া জেলার দুপচাঁচিয়া বেড়াই গ্রামের বাসট্যান্ড থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ পরে আক্কেলপুর থানায় ৮ জনকে আসামি সাদ্দামের বাবা আব্দুস সামাদ মামলা করে। দীর্ঘ ১৫ বছর পর স্বাক্ষ্য প্রমাণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন। ৮ জন আসামীর মধ্যে একজন মৃত্যুবরণ করে ও একজন খালাস পেয়েছে। দণ্ডপ্রাপ্ত ৬ আসামির মধ্যে ২ জন পলাতক রয়েছে। 

বিডি প্রতিদিন/ ২৩ জুলাই, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর