২৪ জুলাই, ২০১৭ ১০:৪৮

বান্দরবান-রুমা সড়কে পাহাড় ধস: এখনও নিখোঁজ ৪

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান-রুমা সড়কে পাহাড় ধস: এখনও নিখোঁজ ৪

বান্দরবান-চট্টগ্রাম সড়কের বাজালিয়া নামক এলাকায় রাস্তায় পানি উঠে যাওয়ায় সারাদেশের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।অব্যাহত রয়েছে ভারী বর্ষণ। এছাড়া গতকালের পাহাড় ধসের ঘটনায় নিখোঁজ ৪ ব্যক্তিদের খোঁজে তল্লাসি শুরু করেছেন উদ্ধারকর্মীরা।

দু’দিনের ভারী বর্ষণে বান্দরবানের নিন্মাঞ্চল গুলো প্লাবিত হয়েছে। শহরের শেরে বাংলানগর, ইসলামপুর, কাশেমপাড়ার নিন্মাঞ্চল গুলো প্লাবিত হয়েছে। উজানের পানির ঢলে বান্দরবান-চট্টগ্রাম সড়কের বাজালিয়া নামক এলাকায় রাস্তার উপর পানি উঠে যাওয়ায় সারাদেশের সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে এই সড়কে চলাচলকারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

এদিকে বান্দরবান-রুমা সড়কের দলিয়ান পাড়া এলাকায় গতকাল পাহাড় ধসের ঘটনায় ৫ জন নিখোঁজ ছিল। নিখোজ ৫ জনের মধ্যে গতকাল বিকেল ৩টার দিকে এক জনের লাশ উদ্ধার হলেও বাকী ৪ জনকে উদ্ধার করা যায়নি। আজ সোমবার সকাল থেকে সেনা বাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ ও রেড ক্রিসেন্টের একটি যৌথ টিম উদ্ধার তৎপরতায় নেমেছে। ভারী বর্ষণ অব্যহত থাকায় উদ্ধার কাজ মারাত্বক ভাবে ব্যহত হচ্ছে। 

নিখোঁজ ব্যক্তিরা হলেন, কৃষি ব্যাংক, রুমা শাখার কর্মকর্তা গৌতম নন্দি, রুমা উপজেলা পোষ্ট মাষ্টার রবিউল আলম, রুমা উপজেলা স্বাস্থ্যকর্মী মুন্নি বড়ুয়া ও রুমা সাংগু জুনিয়র হাই স্কুলের ৮ম শ্রেনী পড়ুয়া শিক্ষার্থী চিং মে সিং মারমা।

বিডিপ্রতিদিন/ ২৪ জুলাই, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর