২৪ জুলাই, ২০১৭ ১১:২৫

বেনাপোলে ১১৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

অনলাইন ডেস্ক

বেনাপোলে ১১৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

যশোরের বেনাপোল সীমান্তপথে গাঁজা পাচারের সময় এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে বেনাপোলের রঘুনাথপুর মাঠ থেকে ৪৯ ব্যাটালিয়ন রঘুনাথপুর ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গ্রেফতারকৃত সেই মাদক পাচারকারীর নাম মনিরুজ্জামান (৩০)। এ সময় তার ১১৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার ভোর ৫টার দিকে ভারতের সীমান্তবর্তী এলাকা বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটক পাচারকারী মনিরুজ্জামান বেনাপোল পোর্টথানার বাহাদুরপুর ইউনিয়নের ৩ নম্বর ঘিবা গ্রামের আফজাল হোসেনের ছেলে।
 
বিজিবি সূত্র জানায়, সীমান্তপথে ভারত থেকে মাদকের চালান ঢুকছে বলে তাদের কাছে গোপন খবর আসে। এমন খবরের ভিত্তিতে বিজিবি জনবল বাড়িয়ে অভিযান চালায়। এসময় পাচারকারীদের ধাওয়া করলে তারা বস্তা ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন এক পাচারকারীকে ১১৮ কেজি গাঁজাসহ আটক করা হয়।

৪৯ ব্যাটালিয়নের রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে ওই পাচারকারীকে মাদকদ্রবসহ বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হবে।

 

বিডি-প্রতিদিন/ ২৪ জুলাই, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১০

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর