২৪ জুলাই, ২০১৭ ১৪:২৯

মাদারীপুরে সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মাদারীপুর জেলা মৎস্য অফিসের উদ্যোগে জেলায় সফল মাছ চাষীদের পুরস্কার দেয়া হয়। সোমবার দুপুরে জেলা মৎস্য অফিসে সপ্তাহব্যাপী মৎস্য সংরক্ষণ মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উদ্ধার হওয়া নিষিদ্ধ মাছ ও কারেন্ট জাল পুড়িয়ে দেয়া হয়।

মাদারীপুরের ৪টি উপজেলায় সফলভাবে মাছ চাষে অবদান রাখায় চারজন মাছ চাষীকে পুরস্কৃত করা হয়। এদের মধ্যে এ্যামিকো এগ্রোলিমিটেডের পরিচালক মাহবুব হোসেন তালুকদার, খলিলুর রহমান, বিনয় মালো ও আব্দুল আউয়ালকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট দেয়া হয়। এসময় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন জেলাপ্রাণি সস্পদ কর্মকর্তা ডা. হুমায়ন কবির, নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহাগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা আব্দুস ছাত্তার।

পরে জেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্য কর্মকর্তাদের মাঝে মাছ চাষের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এদিকে উদ্ধার হওয়া নিষিদ্ধ এক এক মণ পিনাহা মাছ ও ৩ হাজার মিটার কারেন্ট জাল পুড়ে দেয়া হয়। 

বিডি-প্রতিদিন/২৪ জুলাই, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর