২৪ জুলাই, ২০১৭ ১৭:৪০

নরসিংদীতে ব্যবসায়ী হত্যায় তিনজনের যাবজ্জীবন

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে ব্যবসায়ী হত্যায় তিনজনের যাবজ্জীবন

প্রতীকী ছবি

নরসিংদীর শিবপুরে ব্যবসায়ী করিম মিয়া হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে নরসিংদীর অতিরিক্তি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহীন উদ্দিন এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- শিবপুর উপজেলা চৌঘরিয়া এলাকার কাজীমুদ্দিনের ছেলে কবির হোসনে, একই এলাকার কাজল মিয়ার ছেলে রনি এবং চন্ডবদ্দি এলাকার আ. হাসিমের ছেলে ফারুক মিয়া।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৭ সালে শিবপুর উপজেলার চন্ডবদ্দি এলাকার আ. রশিদের ছেলে ফ্লেক্সিলোড ব্যবসায়ী আ. করিম স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আসামিরা তার পথরোধ করে টাকা ছিনতাই করে ছুরিকাঘাতের পর পালিয়ে যায়। এ ঘটনায় রশিদের বাবা বাদী হয়ে শিবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

বিডি প্রতিদিন/২৪ জুলাই ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর