২৪ জুলাই, ২০১৭ ১৯:১৮

লালমনিরহাটে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, শ্বশুর-শাশুড়ি আটক

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, শ্বশুর-শাশুড়ি আটক

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় হোসনে আরা(২৬) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শ্বাশুর শাশুড়িকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার কাকিনা ইউনিয়নের কাজিরহাট এলাকার একটি ব্রীজের নিচ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত গৃহবধূ হোসনে আরা ওই গ্রামের জোবায়দুল মিয়ার স্ত্রী। একই গ্রামের হোসেন আলীর মেয়ে। আটককৃতরা হলেন, নিহত গৃহবধূর শ্বশুর আব্দুল ছাত্তার(৬০) ও শাশুড়ি জেবেদা বেগম(৫৪)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ৮ বছর আগে বিয়ে হয় হোসনে আরার। বিয়ের পর থেকে তাদের সংসারে প্রায় বিবাদ লাগত। রবিবার রাতেও তাদের মাঝে ঝগড়া লাগে।
পরদিন সোমবার দুপুরে কাজে গিয়ে স্থানীয়রা ব্রীজের নিচে গৃহবধূ হোসনে আরার মরদেহ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয় পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গলায় চিহ্ন দেখে ধারনা করা হচ্ছে ঘাতকরা তাকে শ্বাসরোধে হত্যা করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গৃহবধূর শ্বাশুর শ্বাশুড়িকে আটক করা হয়েছে।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর