২৪ জুলাই, ২০১৭ ২০:৫৪

নওগাঁ সীমান্ত থেকে বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ সীমান্ত থেকে বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্ত থেকে এক বাংলাদেশী গরু ব্যাবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আর এ ঘটনায় আরো একজন আহত হয়েছে। ধরে নিয়ে যাওয়া গরু ব্যবসায়ী হলেন- সাপাহার উপজেলার হাপানিয়া শিয়ালমারী গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুর রহিম (২৮)।

জানা যায়, আজ হাপানিয়ার শিয়ালমারী গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুর রহিমসহ ১৫-২০জনের একদল গরু ব্যাবসায়ী সীমান্ত পেরিয়ে ভারতে গরু আনতে যায়। তারা গরু নিয়ে হাপানিয়া সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করলে ভারতের পান্নপুর ৬০ বিএসএফের একটি টহলদল তাদেরকে ধাওয়া করে। এ সময় বিএসএফের মারপিটে শারিফুল ইসলাম (৩৫) নামে একজন আহত হয়ে দেশে পালিয়ে আসতে সক্ষম হয়। কিন্তু আব্দুর রহিমকে ধরে ফেলে বিএসএফ। আহত ব্যক্তি হাপানিয়ার শিয়ালমারী গ্রামের বাদলের ছেলে শারিফুল ইসলাম।

এ বিষয়ে নওগাঁ ১৪ বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল খিজির খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পতাকা বৈঠকের আহবান জানিয়ে ধরে নিয়ে যাওয়া যুবককে ফেরত নিয়ে আসতে বিএসএফকে চিঠি দেয়া হবে। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর