২৫ জুলাই, ২০১৭ ১৪:২১

পাহাড় ধসে চকরিয়া-লামা সড়ক যোগযোগ বিচ্ছিন্ন

অনলাইন ডেস্ক

পাহাড় ধসে চকরিয়া-লামা সড়ক যোগযোগ বিচ্ছিন্ন

ফাইল ছবি

টানা বর্ষণে পাহাড় ধসের কারণে কক্সবাজারের চকরিয়া-লামা সড়কে যোগযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোমবার গভীর রাতে চকরিয়া-লামা সড়কের মিরিঞ্জা পর্যটন স্পটের কাছে বদুঝিরি এলাকায় পাহাড় ধস হলে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

এ ব্যাপারে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা খিন ওয়ান নু জানান, চকরিয়া-লামা সড়কে মঙ্গলবার সকাল থেকে ধসে পড়া মাটি সরানোর কাজ শুরু হয়েছে। কিন্তু সড়ক ও জনপথ বিভাগের লোকবল কম ও প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় মাটি সরাতে সারাদিন সময় লেগে যেতে পারে।

এদিকে, লামা উপজেলা প্রশাসন, দমকল বাহিনী, সওজ এর লোকজনসহ একসঙ্গে কাজ করছে বলে জানা গেছে।

বিডি-প্রতিদিন/২৫ জুলাই, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর