২৫ জুলাই, ২০১৭ ১৮:৩০

চুয়াডাঙ্গায় ২৫ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ২৫ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন

চুয়াডাঙ্গা পৌর এলাকায় ২৫ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে কয়েকটি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় এসব কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন খোকন।

চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু জানান, উন্নয়নমূলক এ কাজের মধ্যে ১৪ দশমিক ৭৬ কিলোমিটার রাস্তা উন্নয়ন, ১৫ দশমিক ১৪ কিলোমিটার ড্রেন নির্মাণ ও ১০৮টি সড়কবাতির পোল স্থাপন করা হবে।

মেয়র আরও জানান, তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের অর্থায়নে উন্নয়নমূলক এ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। কাজটি বাস্তবায়ন হলে পৌর এলাকার জলাবদ্ধতা দূরীভূত, জনসাধারণের চলাচলের সুবিধাসহ জীবনযাত্রার মান উন্নয়ন হবে।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার নিজাম উদ্দীন, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দার প্রমুখ।

বিডি প্রতিদিন/২৫ জুলাই ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর