২৬ জুলাই, ২০১৭ ১০:৩৬

টেকনাফে অস্ত্র ও কার্তুজ উদ্ধার

আব্দুস সালাম, টেকনাফ(কক্সবাজার)


টেকনাফে অস্ত্র ও কার্তুজ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে দুইটি দেশীয় তৈরি এলজি ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। 

মঙ্গলবার দিবাগত রাতে টেকনাফ সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া কবরস্থান এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ ২ ব্যাটালিয়ন বিজিবির উপ-অধিনায়ক শরীফুল ইসলাম জোমাদ্দার।

তিনি বলেন, কয়েকজন সন্ত্রাসী ওই এলাকায় দেশীয় আগ্নেয়াস্ত্র ক্রয়/বিক্রয় করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ নাজিরপাড়া বিওপির হাবিলদার মো. নজরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল দ্রুত ঘটনাস্থলে যায়। অভিয়ান চলাকালে তারা দুইজন ব্যক্তিকে একটি ব্যাগ হাতে আসতে দেখে সন্দেহ হওয়ায় চ্যালেঞ্জ করে। এসময় তারা হাতে থাকা ব্যাগটি ফেলে অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত দৌড়ে পার্শ্ববর্তী গ্রামের ভেতর পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ব্যাগটি তল্লাশী করে ২টি দেশীয় তৈরী এলজি ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজ থানায় হন্তান্তর করা হয়েছে বলেও জানান শরীফুল ইসলাম জোমাদ্দার।


বিডি-প্রতিদিন/২৬ জুলাই, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর