২৬ জুলাই, ২০১৭ ১৬:০৭

বরিশালে বৃদ্ধ কৃষককে পিটিয়ে হত্যা, আটক ৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে বৃদ্ধ কৃষককে পিটিয়ে হত্যা, আটক ৫

বরিশালের মুলাদী উপজেলার দক্ষিণ কাজীরচরের পাঙ্গাসিয়া এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে মো. আমজাদ হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সকালে সংঘটিত এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৫ জনকে পুলিশ আটক করেছে। নিহত আমজাদ হোসেন ওই এলাকার মৃত আদম আলী কবিরাজের ছেলে।

 
আটককৃতরা হলেন, দক্ষিণ কাজীরচরের পাঙ্গাসিয়া এলাকার ছালাম হাওলাদার, মজিবর, কালাম, মাছুম ও মো. হুমায়ুন। 
 
মুলাদী থানার পরিদর্শক (তদন্ত) সাইদ আহমেদ তালুকদার জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে আটককৃতদের সাথে আমজাদ হোসেনের বিরোধ চলছিল। এ ঘটনায় আদালতে মামলাও করেন আমজাদ হোসেন। বুধবার সকালে ওই বিরোধপূর্ণ জমিতে চাষ করতে যায় আটককৃতরা। আমজাদ হোসেন জমি চাষ করতে বাঁধা দিলে বাদানুবাদরে এক পর্যায়ে তারা লাঠি দিয়ে পিটিয়ে বৃদ্ধ আমজাদ হোসেনকে গুরুতর আহত করে। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রসনজিৎ সাহা বৃদ্ধ আমজাদকে মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করে। ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে আনোয়ার কবিরাজ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক সাইদ আহমেদ তালুকদার।

 

বিডি প্রতিদিন/২৬ জুলাই ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর