২৬ জুলাই, ২০১৭ ১৬:২২

নোয়াখালীতে শিক্ষকদের মানববন্ধন-অবস্থান ধর্মঘট

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে শিক্ষকদের মানববন্ধন-অবস্থান ধর্মঘট

প্রকৃতিক দুর্যোগ উপেক্ষা করে বৃষ্টির মধ্যে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষক-কর্মচারীরা। আজ দুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির নোয়াখালী শাখা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এ কর্মসূচি পালিত হয়। 

বিভিন্ন উপজেলা থেকে প্রায় ২ হাজার শিক্ষক-কর্মচারী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলার সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক নেতা, মোঃ আলমগীর, মিজানুর রহমান, বাবু ভক্তি রঞ্জন ঘোস, এ.বি.এম আবদুল আলিম, সাহাব উদ্দিন বি.এস.সিসহ বিভিন্ন উপজলোর নেতৃবৃন্দ।  এসময় বক্তারা সরকারকে বেসরকারী শিক্ষক কর্মচারীদের ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা প্রদান, পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ বিভিন্ন দাবি মেনে নেয়ার জন্য আহবান জানান। 

 

বিডি প্রতিদিন/২৬ জুলাই ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর