২৬ জুলাই, ২০১৭ ১৬:৪০

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

শেরপুরের পৌর এলাকার ড্রেন, রাস্তা ও ফুটপাতের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে আজ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন ও পৌরসভা। বেলা ১২ টার দিকে জেলা প্রশাসনের ব্যানারে শেরপুর পৌরসভা ও পুলিশের সহযোগীতায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মেজবাউল আলম ভূইয়া। সাথে ছিলেন, শেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলি দেওয়ান রেজাউল করিম ও শেরপুর থানার উপপরিদর্শক বকুল সাহা।

দীর্ঘদিন ধরেই শহরের ফুটপাত দখল করে কেউ কেউ ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এতে শহরে দীঘ যানজট ও ময়লা আবর্জনার স্তুপের সৃষ্টি হয়। এনিয়ে পৌরসভার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। পরে পৌর মেয়র প্রশাসনের সাথে বৈঠক করে এ সিদ্ধান্ত নেন। তিন পক্ষের সিদ্ধান্তের প্রেক্ষিতে আজ শেরপুর সদরের প্রধান ডাকঘরের সামনের রাস্তা থেকে শুরু করে খোয়াড়পাড় মোড় পর্যন্ত শহরের প্রধান রাস্তার প্রায় দুই কিলোমিটারের দু’পাশের আড়াই শতাধিক দোকান ও বিভিন্ন স্থাপনার বর্ধিত অংশ ভেঙ্গে ফেলা হয়। শেরপুর সদর থানা পুলিশের একটি টিম উচ্ছেদ অভিযানে অংশ নেয়। এ অভিযানে ফুটপাত মুক্ত হওয়ায় শেরপুরের সর্বস্তরের মানুষ স্বস্থি প্রকাশ করেছে। কিন্তু প্রভারশালীরা পৌরসভার জায়গা দখল করে সে স্থাপনা তৈরি করেছে সেখানে হাত দেওয়া হবে কিনা ও এ উচ্ছেদ কতদিন ঠিক থাকে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছে পৌরবাসী। পৌর মেয়র গোলম কিবরিয়া লিটন বলেছেন উচ্ছেদ অভিযান চলবে। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর