২৬ জুলাই, ২০১৭ ১৮:২৬

বন্যায় দুর্ভোগে কুমিল্লার চার উপজেলার লক্ষাধিক মানুষ

কুমিল্লা প্রতিনিধি:

বন্যায় দুর্ভোগে কুমিল্লার চার উপজেলার লক্ষাধিক মানুষ

এক সপ্তাহের টানা বৃষ্টি ও ডাকাতিয়া নদীর পানি বেড়ে যাওয়ায় কুমিল্লার নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ।
নাঙ্গলকোট ও চৌদ্দগ্রামের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠায় অনেক কষ্টে ক্লাস করাতে দেখা গেছে। লাকসাম ও মনোহরগঞ্জের রাস্তা ডুবে গেছে,বাড়িতে পানি প্রবেশ করেছে। ভেসে গেছে পুকুরের মাছ।
এছাড়া নাঙ্গলকোটের ডাকাতিয়া নদী তীরবর্তী সাতবাড়িয়া, বক্সগঞ্জ, ঢালুয়া, মৌকারা, রায়কোট ও বাঙ্গড্ডা ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে। বন্যা আক্রান্ত এলাকাবাসী নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন। বন্যায় বাড়িঘর, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, বীজতলা, সবজি খেত ক্ষতিগ্রস্ত হওয়াসহ অধশতাধিক মৎস্য খামারে মাছ পানিতে ভেসে গেছে।
লাকসামের মনপাল গ্রামের নুরুল ইসলাম জানান, গ্রামের অধিকাংশ রাস্তা ডুবে গেছে, বাড়িতে পানি প্রবেশ করেছে। ভেসে গেছে পুকুরের মাছ। এতে মাছ চাষীরা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর