২৬ জুলাই, ২০১৭ ২০:০৯

সীমান্ত থেকে বাংলাদেশী গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁ প্রতিনিধি:

সীমান্ত থেকে বাংলাদেশী গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্ত থেকে মাহাবুর রহমান (৩২) নামে এক গরু ব্যাবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ধরে নিয়ে যাওয়া গরু ব্যবসায়ী উপজেলার কলমুডাঙ্গা হাটখোলা পাড়ার মৃত ছাদেক আলীর ছেলে।

জানা গেছে, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতের কোন এক সময় মাহাবুর বাংলাদেশী গরু ব্যাবসায়ীদের সাথে ভারতে গরু আনতে যায়। গরু নিয়ে বুধবার ভোর সাড়ে ৪টার দিকে কলমুডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে দেশে প্রবেশের সময় ভারতের আদাডাঙ্গা ৬০ বিএসএফ ক্যাম্পের টহলরত জোয়ানরা গরু ব্যবসায়ীদের ধাওয়া করলে অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও মাহাবুর বিএসএফের হাতে ধরা পড়ে। এলাকাবাসী বলেন, কোরবানি ঈদকে সামনে রেখে উপজেলার এক শ্রেণির চোরাকারবারি ভারত থেকে গরু আনতে মরিয়া হয়ে উঠেছে। অচিরেই এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না হলে ভবিষ্যতে সীমান্তে হত্যার মত ভয়ংকর ঘটনাও ঘটতে পারে বলেও মহলটি মনে করছেন।

এ বিষয়ে নওগাঁ-১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খিজির খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিএসএফের হাতে আটক গরু ব্যাবসায়ীকে ভারতের বামনগোলা থানায় সোপর্দ করেছে বলে জানা গেছে। তাকে ফেরত আনার চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত এক সপ্তাহে ধারাবাহিকভাবে জেলার সাপাহার সীমান্ত থেকে ৬জন বাংলাদেশী গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ। ধরে নিয়ে যাওয়া গরু ব্যবসায়ীদেরকে ভারতীয় বিএসএফ ভারতের বিভিন্ন থানায় সোপর্দ করেছে। তবে এখন পর্যন্ত কাউকে ফেরত দেয়নি তারা।

বিডি প্রতিদিন/এ মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর