২৬ জুলাই, ২০১৭ ২২:৩২

ঝালকাঠিতে নদীর পানি বৃদ্ধিতে নিম্নাঞ্চল প্লাবিত

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে নদীর পানি বৃদ্ধিতে নিম্নাঞ্চল প্লাবিত

ফাইল ছবি

ঝালকাঠিতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যেতে শুরু করছে জেলার নিম্মাঞ্চল। ইতোমধ্যে পানি বৃদ্ধি ও মাঝারি বর্ষণে জেলা সদরসহ নলছিটি, রাজাপুর ও কাঁঠালিয়ার অন্তত ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। 

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, স্বাভাবিকের চেয়েও দুই থেকে তিন ফুট পানি বৃদ্ধি পেয়েছে সুগন্ধা ও বিষখালী নদীতে। পানি ঢুকে পড়েছে শহরের অলিগলিতে। এতে বসতঘর রাস্তাঘাট তলিয়ে গেছে। এতে মারাত্মক জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। জেলার বিভিন্ন এলাকার ফসলের ক্ষেত তলিয়ে যাওয়া দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। এছাড়াও মাছের ঘের তলিয়ে যাওয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর