২৭ জুলাই, ২০১৭ ১৫:২১

'ভারতে অবৈধ অনুপ্রবেশ করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবেন না'

নওগাঁ প্রতিনিধি

'ভারতে অবৈধ অনুপ্রবেশ করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবেন না'

বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের অতিরিক্ত মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল একেএম সাইফুল ইসলাম বলেছেন, ‘ভারতের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করে ওই দেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করবেন না। সীমান্ত দিয়ে বৈধভাবে গরু বা অন্য কোনো ভারতীয় পণ্য নিয়ে আসতে বিজিবি কোনো বাধা দেবে না। তবে অবৈধভাবে কোনো বাংলাদেশিকে সীমান্ত রেখা পার হতে দেওয়া হবে না।’ 

বৃহস্পতিবার দুপুরে নওগাঁর সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্তে স্থানীয় বাসিন্দাদের সাথে জনসচেতনামূলক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে একেএম সাইফুল ইসলাম আরও বলেন, ‘ভারত থেকে বৈধভাবে গরু আমদানিতে প্রয়োজনে বিজিবি সহযোগিতা করবে। তবে গরু ব্যবসা করতে গিয়ে মাদক অথবা অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা জিরো টলারেন্স ভূমিকা পালন করবে।’

মতবিনিময় সভায় স্থানীয় জনগণের দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘ভারত থেকে বৈধভাবে গরু আনতে সাপাহার সীমান্ত এলাকায় ঈদুল আজহার আগেই করিডোর করে দেওয়া হবে। তবে এই করিডোর যাতে সুশৃঙ্খলভাবে চলে এজন্য স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সহযোগিতা করতে হবে।’
 
বিজিবি-১৪ ব্যাটালিয়নের উদ্যোগে এ মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বিজিবির রংপুর রিজিয়নের উপ-কমান্ডার লে. কর্নেল মাহবুবুর রহমান, ব্যুরো প্রধান লে. কর্নেল তৌফিক আহমেদ, বিজিবি-১৪ নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খিজির খান, সাপাহার উপজেলা পরিষদের চেয়াররম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, পোরশা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম, পোরশা উপজেলার নির্বাহী কর্মকর্তা ফিরোজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছাড়াও স্থানীয় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, গণ্যমান্য ব্যক্তি ও আশেপাশের গ্রামের বসবাসকারী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত এক সপ্তাহে নওগাঁর সাপাহার ও পোরশা উপজেলার দুটি সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে ৯ জন বাংলাদেশি বিএসএফের হাতে আটক হয়েছেন। এসব ঘটনার প্রেক্ষিতে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তের বিভিন্ন এলাকায় স্থানীয় মানুষদের সচেতন করতে মতবিনিময় করছে বিজিবি। 

বিডি-প্রতিদিন/২৭ জুলাই, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর