শিরোনাম
২৭ জুলাই, ২০১৭ ২০:২৫

ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, বাড়ছে দুর্ভোগ

ফেনী প্রতিনিধি:

ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, বাড়ছে দুর্ভোগ

ফাইল ছবি

গত কয়েক দিনের টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর দাগনভূঞা উপজেলায় প্লাবিত ১৫-১৬টি গ্রামের পানি অপরিবর্তিত রয়েছে। এদিকে সদর উপজেলার পাঁচটি গ্রামে নতুন করে পানি উঠে মানুষের ঘর-বাড়ি পানিতে ডুবে রয়েছে। এছাড়া ফেনী থেকে কৈখালী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ভূঞা জানান, সিন্দুরপুর ইউনিয়নের সিকান্দরপুর, কৈখালাী, শরিফপুর, গৌতমখালী, রাজাপুর ইউনিয়নের কয়েকটি গ্রামসহ ১৫ টি গ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এখনও ওই গ্রামের বাসিন্দারা আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে।

ফেনী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মামুন জানান, ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের উত্তর আবুপুর, মধ্যম আবুপুর, দক্ষিণ আবুপুর, নতুন খানে বাড়িসহ পাঁচটি গ্রামের মানুষ পানি বন্দি। তবে নিচু এলাকাগুলোতে গত এক সপ্তাহ ধরে মানুষ ভোগান্তিতে দিন কাটাচ্ছে।

স্থানীয়রা জানায়, গত এক সপ্তাহ ধরে তারা পানি বন্দি থাকলেও কোনো ধরনের ত্রাণ সহযোগিতা পায়নি। দিন দিন পানি বাড়তে থাকায় কৃষকরা গবাদি পশুগুলোকে অন্যত্র সরিয়ে নিয়েছে। বহু মানুষ বাড়ি-ঘর ছেড়ে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে।

স্থানীয় শর্শদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম ভূঁঞা জানান, তার এলাকায় ৭ হাজার মানুষ পানিবন্দী। বন্যার্তদের সহযোগিতার জন্য ফেনী-২ আসনের এমপিকে জানানো হয়েছে। খুব সহসাই ত্রাণ সামগ্রী দেয়া হবে।

বিডিপ্রতিদিন/ ২৭ জুলাই, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর