২৭ জুলাই, ২০১৭ ২২:১৭

চিরিরবন্দরে বাঁশঝাড় থেকে বৃদ্ধের অর্ধ-গলিত মরদেহ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি:

চিরিরবন্দরে বাঁশঝাড় থেকে বৃদ্ধের অর্ধ-গলিত মরদেহ উদ্ধার

নিখোঁজের ৩দিন পর দিনাজপুুরের চিরিরবন্দরে জহিরউদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের অর্ধ-গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

মৃত জহিরউদ্দিন চিরিরবন্দর উপজেলার ঈসবপুর ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে এবং দু’ছেলে সন্তানের জনক।

স্থানীয়রা জানায়, গত সোমবার মাগরিবের নামাজের পর বৃদ্ধ জহিরউদ্দিন বাড়ির পার্শ্বস্থ ডাঙ্গীরবাজারে যায়। বাজারে যাওয়ার পর ওইরাতে আর বাড়িতে ফিরে আসেনি। পরের দিন সকাল ১০টা পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুজি করতে থাকেন। গত আজ ডাঙ্গীরবাজারের পাশে একটি বাঁশঝাড়ে জনৈক নারী ছাগল বাঁধতে গিয়ে মরদেহের পা দেখতে পেয়ে চিৎকার করে ওঠে। এখবর জানতে পেরে জহিরউদ্দিনের পরিবারের সদস্যরা ওই বাঁশঝাড়ে এসে দেখতে পান যে, ওই মরদেহটি জহিরউদ্দিনের।

জহিরউদ্দিনের স্ত্রী রেজিয়া বেগম সাংবাদিকদের জানায়, আমার স্বামী ২৪ জুলাই সন্ধ্যায় ডাঙ্গীরবাজারে এসে আর বাড়িতে ফিরে না আসায় তাঁকে বিভিন্ন স্থানে ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুজি করি। ২৭ জুলাই আমরা বাঁশঝাড়ে তার মরদেহ পেলাম।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারেসুল ইসলাম মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, এটি আত্মহত্যা নাকি হত্যা ময়নাতদন্তের রির্পোট না পাওয়া পর্যন্ত সঠিকভাবে কোন বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রির্পোট পেলেই প্রকৃত ঘটনা জানা যাবে।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর