২৮ জুলাই, ২০১৭ ১৪:৪৩

সাতক্ষীরা সীমান্তে বাংলাদেশি নারীকে ফেরত দিল বিএসএফ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা সীমান্তে বাংলাদেশি নারীকে ফেরত দিল বিএসএফ

অবৈধপথে ভারতে গিয়ে আটক হওয়া বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে বিএসএফ। শুক্রবার বেলা ১টার সময় কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্তের মেইন পিলার ১৩/৩ এস এর ৬/আরবি’র জিরো পয়েন্টে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশি নাগরিক কোহিনুর খাতুনকে কাঁকডাঙ্গা ক্যাম্পের বিজিবির নিকট ফেরত দেয় বিএসএফ। কোহিনুর কুমিল্লা জেলার দাউদকান্দি থানার দশপাড়া গ্রামের সোহাগ হোসেনের স্ত্রী।

বিজিবি কোহিনুরকে কলারোয়া থানায় সোপর্দ করেছে। এ ব্যাপারে কলারোয়া থানায় কাঁকডাঙ্গা বিওপির হাবিলদার মাহবুবুর আলম বাদী হয়ে পাসপোর্ট আইনে একটি মামলা দায়ের করেছেন। 


বিডি প্রতিদিন/২৮ জুলাই, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর