২৮ জুলাই, ২০১৭ ১৮:৩১

নেত্রকোনায় আঞ্চলিক হাওর কনভেনশন অনুষ্ঠিত

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনায় আঞ্চলিক হাওর কনভেনশন অনুষ্ঠিত

'আসুন বিপন্ন হাওরবাসীর পাশে দাঁড়াই' এই স্লোগানকে সামনে রেখে হাওর জনপদ রক্ষার দাবিতে নেত্রকোনায় হাওর কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে হাওর কনভেনশন আহ্বায়ক কমিটির উদ্যোগে নেত্রকোনা পাবলিক হল মিলনায়তনে এ কনভেনশন অনুষ্ঠিত হয়। এতে জেলার কমিউনিষ্ট পার্টির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন এলাকার কৃষক কৃষাণীরা অংশগ্রহণ করেন।  

এ সময় কনভেনশন অনুষ্ঠানে কমিটির আহ্বায়ক মোস্তফা কামলের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিউনিষ্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, উদীচীর সাবেক সভাপতি শিক্ষাবিদ যতীন সরকার, গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়কারী সাইফুল হক, সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশিদ ফিরোজ, সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন, সিপিবি’র কেন্দ্রীয় সম্পাদক জলি তালুকদার, ক্ষেতমজুর সমিতর কেন্দ্রীয় সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন, গণ সংগীত শিল্পী কফিল আহমেদ, কৃষক সমিতির প্রতিনিধি  গণজাগরণ স্লোগান কন্যা লাকি আক্তার, নেত্রকোনা শাখার খন্দকার আনিছুর রহমান, কৃষকলীগ নেতা কেশব রঞ্জন সরকারসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ। 

 

বিডি প্রতিদিন/২৮ এপ্রিল ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর