২৮ জুলাই, ২০১৭ ২০:০৪

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল আট বাংলাদেশি যুবক

বেনাপোল প্রতিনিধি:

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল আট বাংলাদেশি যুবক

বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরেছে আট বাংলাদেশি যুবক। শুক্রবার (২৮ জুলাই ) সকাল সাড়ে ১১ টার সময় বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের কাছে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের ফেরত দেন। এ সময় বিজিবি, ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ এর স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যারা ফেরত এলেন-রাজ কুমার (২৭), নওয়াব আলী (২৮), সৌরভ কুন্ডু (২৩), ফরহাদ খাঁন(২৬), বিল্লাল হোসেন(২৮), হেলাল হোসেন (২৫), আলমগীর হোসেন (৩৭) ও সেলিম মোল্লা (৪১)। এদের বাড়ী সাতক্ষীরা, ঝিনেদা, নড়াইল, বাগেরহাট ও বরগুনা জেলার বিভিন্ন এলাকায়। 

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর শরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি সূত্র জানায়, দেশে ফেরত আসা যুবকেরা বিনা পাসপোর্টে ভারতে যান। তারা ভারতের দিল্লি পুলিশের হাতে আটক হন। পরে তাদের পুলিশ জেল হাজতে পাঠায়।অবৈধ অনুপ্রবেশের অপরাধে বিল্লাল ও হেলালের ৪ বছর এবং ৬ জনের ৪ মাস করে সাজা দেয় সে দেশের আদালত। 

পরে ভারত সরকারের দেওয়া বিশেষ ‘ট্রাভেল পারমিটে’র মাধ্যেমে তাদেরকে দেশে ফেরত আনা হয়।

ইমিগ্রেশন পুলিশ তাদের পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন। সেখান থেকে অভিভাবকদের কাছে তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে । 


বিডি প্রতিদিন/২৮ এপ্রিল ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর