২৯ জুলাই, ২০১৭ ১৬:৩৯

কলারোয়া সীমান্তে আটক মা-মেয়েকে ফেরত দিল বিএসএফ

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি


কলারোয়া সীমান্তে আটক মা-মেয়েকে ফেরত দিল বিএসএফ

ফাইল ছবি

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে আটক চায়না মিস্ত্রি (৩৫) ও রিতু মিস্ত্রীকে(১১) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) নিকট হস্তার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

হস্তারকৃত চায়না মিস্ত্রি ও রিতু মিস্ত্রি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার শৈলবাড়ী গ্রামের অনুজুল মিস্ত্রীর স্ত্রী ও কন্যা।

কলারোয়া কাকডাঙ্গা ক্যাম্পের হাবিলদার ফজলুল হক জানান, অবৈধভাবে বাংলাদেশি নাগরিক মা ও মেয়ে ভারতের তারালী এলাকায় ঘোরাফেরা করছিল, এমতাবস্থায় টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করে। আটকের পর তারালী ক্যাম্পের বিএসএফ কমান্ডার কাকডাঙ্গা ক্যাম্পে পতাকা বৈঠাকের আহ্বান করে। তাদের আহ্বানে সাড়া দিয়ে শনিবার সকাল ১০টার সময় কলারোয়া উপজেলার কেড়াগাছি সীমান্তের মেইন পিলার ১৩/৩ এস ৩ আরবির নিকট পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। 

মামলার তদন্ত কর্মকর্তা এসআই অমিত কুমারের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কলারোয়া থানায় কাকডাঙ্গা ক্যাম্পের হাবিলদার ফজলুল হক বাদি হয়ে একটি মামলা (নং ৪৬) দায়ের করেছেন। 

বিডি-প্রতিদিন/২৯ জুলাই, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর