Bangladesh Pratidin

ঢাকা, বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭

ঢাকা, বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭
প্রকাশ : ১২ আগস্ট, ২০১৭ ১৫:৪৫ অনলাইন ভার্সন
আপডেট :
ভালুকায় বসতঘরে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ভালুকায় বসতঘরে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

ভালুকা পৌর সদরের ৬নং ওয়ার্ড মেজরভিটা এলাকায় এক বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় দু’ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুরে পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা একেএম ফজলুল হকের বাসায় হঠাৎ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এতে সেনা অফিসার মুখলেছুর রহমানের ২টি ও সিরাজ নামের এক ভারাটিয়ার ২টি কক্ষের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ভালুকা ফায়ার স্টেশনের ওয়ার ইন্সপেক্টর রেজাউল করিম জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। ধারনা করা হচ্ছে গ্যাসের রাইজার ছিদ্র হয়ে অগ্নিপাতের সূচনা ঘটতে পারে। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।  

 

বিডি প্রতিদিন/১২ আগস্ট ২০১৭/হিমেল

 

আপনার মন্তব্য

up-arrow