Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭

ঢাকা, মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭
প্রকাশ : ১২ আগস্ট, ২০১৭ ২০:৩৬ অনলাইন ভার্সন
আপডেট :
আবারও পাহাড়ধস: বান্দরবান-রুমা সড়ক যোগাযোগ বন্ধ
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:
আবারও পাহাড়ধস: বান্দরবান-রুমা সড়ক যোগাযোগ বন্ধ

বৃষ্টিতে বান্দরবান-রুমা সড়কের দলিয়ান পাড়া এলাকার সড়কে আবারও পাহাড়ধসে পড়ায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ১৯ ইসিবি ওয়ারেন্ট অফিসার মো. মুজিবুর রহমান জানান, গত বুধবার বান্দরবান-রুমা সড়ক যাত্রীবাহীবাস চলাচলের জন্য খুলে দেয়া হয়।

কিন্তু বৃষ্টির কারণে আবারো দলিয়ানপাড়া এলাকার সড়কে কাটা পাহাড়ের মাটি ধসে পড়ায় নিরাপত্তার স্বার্থে সড়ক যোগাযোগ বন্ধ করে দেয়া হয়েছে। তবে এর মধ্যে পাহাড়ের মাটি আর ধসে না পড়লে দ্রুত সড়কের মাটি সরিয়ে যানবাহন চলাচলের উপযোগী করা হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত ২৩ জুলাই বান্দরবান-রুমা সড়কের দলিয়ানপাড়া এলাকায় পাহাড়ধসে তিন নারীসহ পাঁচ জনের মৃত্যু হয়। সেই থেকে বান্দরবান-রুমা সড়ক যোগাযোগ বন্ধ ছিল। দীর্ঘ ১৮দিন পর সেনাবাহিনীর সদস্যরা গত বুধবার হতে তৃতীয় বারের মত সব ধরনের যান চলাচলে উপযোগী করেন সড়কটি। কিন্তু শুক্রবার আবার পাহাড়ের মাটি ধসে পড়ায় বন্ধ রয়েছে সড়কটি।

বিডি প্রতিদিন/এ মজুমদার

আপনার মন্তব্য

up-arrow