Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭

ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭
প্রকাশ : ১৩ আগস্ট, ২০১৭ ২০:০৫ অনলাইন ভার্সন
আপডেট :
ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

ময়মনসিংহ নগরীর আকুয়া এলাকায় বিদুৎস্পৃষ্ট হয়ে মা ছেলের একসঙ্গে মৃত্যু হয়েছে। রবিবার নগরীর আকুয়া দক্ষিণ পাড়া দরবার শরীফ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

 

মৃতরা হলেন তারাকান্দা উপজেলার কামরিয়া গ্রামের বাসিন্দা ফাতেমা খাতুন (৩৫) ও ছেলে আব্দুল্লাহ মাহিন (৩)।

কোতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, তারাকান্দ কামারিয়া গ্রামের মফিজুল ইসলাম চাকরি সুবাদে বাস করতেন আকুয়া দরবার শরীফ রোডের একটি ভাড়া বাসায়। রবিবার দুপুরে বৈদ্যুতিক হিটারে রান্না করছিলেন ফাতেমা। তখন ছেলে আব্দুল্লাহ হিটারে হাত দিলে সে বিদ্যুস্পৃষ্ট হয়। এসময় ছেলেকে বাচাঁতে গিয়ে মা ফাতেমা নিজেও বিদ্যুৎস্পৃৃষ্ট হয়ে মারা যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


 বিডি-প্রতিদিন/১৩ আগস্ট, ২০১৭/মাহবুব

আপনার মন্তব্য

up-arrow